BREAKING NEWS লকডাউনের মধ‍্যেই ১২ ই মে থেকে ১৫ টি রুটে ট্রেন চালাবার কথা জানালো রেলমন্ত্রক , দিল্লী থেকে চলবে ট্রেন

10th May 2020 রাজ‍্য
BREAKING NEWS লকডাউনের মধ‍্যেই ১২ ই মে থেকে ১৫ টি রুটে ট্রেন চালাবার কথা জানালো রেলমন্ত্রক , দিল্লী থেকে চলবে ট্রেন


সৌম‍্য বন্দ‍্যোপাধ‍্যায় ( বর্ধমান ) : দেশ জুড়ে চলা তৃতীয় দফার লকডাউনের মধ্যেই সাধারণ মানুষ কে কিছুটা স্বস্তি দিয়ে ১২ মে থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর কথা ঘোষণা করল রেলমন্ত্রক । রেলমন্ত্রী পীযূষ গোয়েল রবিবার রাতে এক ট্যুইটে জানালেন একথা। পরে মন্ত্রকের তরফ থেকেও বিষয়টি নিয়ে ট্যুইট করা হয় । তবে আপাতত রেলের ওয়েবসাইট থেকে অনলাইনে কাটা যাবে টিকিট.কাউন্টার খোলা হবে না । ১১ মে বিকেল   ৪ টে থেকে মিলবে টিকিট । মাস্ক পরে কনফার্ম টিকিট নিয়ে চড়তে হবে ট্রেনে । প্রথমে চালানো হবে ১৫ জোড়া যাত্রীবাহী  ট্রেন । দিল্লি র সঙ্গে যোগাযোগ করা হবে হাওড়া , ডিব্ৰুগড় ,আগরতলা সহ দেশের একাধিক বড় বড় শহরের । পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের ফেরাতেও বিশেষ ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল ।





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।